Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৫০ পিএম

রাঙ্গামাটি জেলা রিজিয়ন কাপ্তাই ৭আর ই ব্যাটালিয়নের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে -বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ দৌড় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট গেইট হতে বাংলাদেশ শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটি হয়ে পুনরায় সুইডিশ গেইটে শেষ হয়। এ ৫কিঃমিঃ ম্যারাথন দৌড়ে ৫২৩জন শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।

ম্যারাথন প্রতিযোগিতায় পুরুষ ১ম বিজয়ী রনি কুমার দাশ,২য় ইসা হাবিউল্লাহ,৩য় ইমতিয়াজ হোসেন রাব্বি এবং মহিলা দলের ১ম বিজয়ী সাবরিন সুলতানা,২য় পদ্মা রাণী দাশ ও ৩য় বিজয়ী হ্ল মারমাকে পুরস্কার প্রদান করেন, ৭ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু মোহাম্মদ তুহিন উল আলম।

এ সময় উপস্থিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই নির্বাহী অফিসার মুনতাসির জাহান, বিএস পি আই অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, পিডিবি উপ-ব্যবস্থাপক মোঃ কয়সুল বারীসহ প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের পুরস্কার সহ ম্যারাথনে অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করেন। অধিনায়ক লেঃ কর্নেল আবু মোহাম্মদ তুহিন উল আলম বলেন, ম্যারাথন প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে যারা অংশগ্রহণ করেছে তারা আমাদের গর্ব আমাদের অহংকার এরা একদিন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ