মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তীব্র তুষারপাতের কারণে গতকাল সোমবার তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের অন্যান্য স্থানেও পরিবহন ব্যবস্থায় সঙ্কট দেখা দিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হ্যাবার জানিয়েছে, কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টা পর্যন্ত ইস্তাম্বুল বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।
সপ্তাহান্তে তুরস্কের বিভিন্ন স্থানে ভারী তুষারপাত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের কিছু অংশে স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।
তুরস্কের জাতীয় পতাকাবাহী তুর্কি এয়ারলাইন্স গতকাল ইস্তাম্বুল বিমানবন্দর এবং শহরের দ্বিতীয় এয়ারপোর্ট সাবিহা গোকেনে অর্ধশতাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। বাজেট এয়ারলাইন পেগাসাস জানিয়েছে, তারা সাবিহা গোকেনে পৌঁছানোর কথা ছিল বা সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন প্রায় অর্ধশত ফ্লাইট বাতিল করেছে।
এদিকে ইস্তাম্বুল থেকে রাজধানী আঙ্কারার সঙ্গে সংযোগ স্থাপনকারী দুইটি মহাসড়ক কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার আবার খুলে দেয়া হয়েছে। আরও কয়েকটি স্থানে তুষার সরিয়ে সড়ক যান চলাচলের উপযোগী করা হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।