Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৭:৪৫ পিএম

নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১৩টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক অভি ও সদস্য সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের অন্তর্গত ১৩টি ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে পদ প্রার্থীদের তথ্য উপাত্ত সংগ্রহ ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক অভি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহসায় দলীয় গঠনতন্ত্র মেনে সম্মেলনের মাধ্যমে পুনরায় ১৩টি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ