Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতকানিয়ায় ইউপি নির্বাচন

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ২:১৩ পিএম

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের মনোনীত ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন- কেঁওচিয়ায় মোঃ ওচমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম। গতকাল শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব ইউনিয়নে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় তাদের বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান পদে কেঁওচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মোঃ ওচমান আলী, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। আবার যাচাই বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। এছাড়া সাতকানিয়া সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রিদুয়ানুল কবির নির্বাচনী এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় যাচাই বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে সাতকানিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ সেলিম উদ্দিন ব্যতিত অন্য কোন প্রার্থী নাই। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় কেঁওচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মোঃ ওচমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এদিকে, প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন ও সাধারন সদস্য পদে ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তারা হলেন- পুরানগড় ইউনিয়নে ৬নং ওয়ার্ডে মাষ্টার মোঃ এনামুল হক ও ৭ নং ওয়ার্ডে আবু তাহের, মাদার্শা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে হাছিনা আকতার, সংরক্ষিত ২নং ওয়ার্ডে জুলেখা বেগম, সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ডে আবুল হোসেন ও ২নং ওয়ার্ডে নুর আহমদ, ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ