মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে ল্যান্ডমার্ক ঘোষণা করেছে, পিতার সম্পত্তির ওপরে মেয়েদের সমান অধিকার আছে। এমনকি পিতার মৃত্যু ১৯৫৬ সালের আগে হলেও কন্যা তার অধিকার সুনিশ্চিত করতে পারবে।
উল্লেখযোগ্য যে, ১৯৫৬ সালে ভারতে সাকসেশন সার্টিফিকেট প্রথা লাগু হয়। চালু হয় হিন্দু পার্সোনাল ল। সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারিকে নিয়ে গড়া ডিভিশন বেঞ্চ তাঁদের আদেশে পরিষ্কার বলেছেন যে, ১৯৫৬ সালের আগেও যে কোনও মামলায় এই আদেশ কার্যকর হবে।
শুধু তাই নয়, বিচারপতিরা তাদের রায়ে এই কথাও স্পষ্ট করে দিয়েছেন যে যদি একান্নবর্তী পরিবারের সদস্য হন পিতা তাহলে তার স্বউপার্জিত সম্পদের ওপর যেমন কন্যা সন্তানদের অধিকার থাকবে তেমনই একান্নবর্তী পরিবারের সদস্য হিসেবে তাঁর প্রাপ্য সম্পদের সবটাই মেয়েরা দাবি করতে পারবে।
সুপ্রিম কোর্ট একটি মামলায় কন্যার অধিকার সুনিশ্চিত করে এই রায় দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।