প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাসাবার মত, আজকের জেনারেশন খুবই অসহিষ্ণু। নিজেকে দিয়েই নীনার মেয়ে বুঝেছেন তা।অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনেত্রী হিসেবে যেমন পরিচিত, তেমনই সাহসী মানুষও তিনি। আজকে ‘সিঙ্গল মাদার’ খুব একটা অপরিচিত শব্দ নয়। কিন্তু আজ থেকে ৩০ বছর আগে বিয়ে না করে সন্তানের মা হওয়া খুব সহজ ছিল না। এখনও সমাজে ‘সিঙ্গল মাদার’ বিষয়কে সহজে মানতে নারাজ। তবু এখন মানুষের মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আজ থেকে ৩০ বছর আগে বিষয়টা একেবারেই গ্রহণযোগ্য ছিল না। সেই সময় ভালবেসে বিয়ে না করে সন্তানের মা হওয়া অপরাধের চোখেই দেখা হত। সাধারণ মানুষ বা সেলিব্রিটি কারও জন্য ছাড় ছিল না। সেলিব্রিটি হলে এই নিয়ে আরও বেশি কথা শুনতে হত। ৮০-র দশকে ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস এবং অভিনেত্রী নীনার প্রেম ছিল গুজব দুনিয়ার মুখরোচক খবর। সমাজ তো দূর কথা, নীনার নিজের মেয়ে মাসাবাও মনে করেন, বিয়ে না করে সন্তানের মা তিনি হতে পারবেন না। তাঁর মা খুবই সাহসী মহিলা ছিলেন বলেই এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছেন। এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। সেই সময় তাঁর মা কতটা আধুনিক ছিলেন সেটা ভেবে মেয়ের গর্ব হয়। বিয়ে না করে নিজের সন্তানকে পৃথিবীতে এনে একা বঙঠ করার সাহস দেখিয়েছিলেন, সমাজের সব চোখ রাঙানিকে উপেক্ষা করে। নীনা কতটা মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছিলেন, তা উপলব্ধি করেই মাসাবার মত, আজকের জেনারেশন খুবই অসহিষ্ণু। নিজেকে দিয়েই নীনার মেয়ে বুঝেছেন তা। অতিরিক্ত চাপ নিতে তিনি চান না। নিজের জগতের মধ্যে সন্তানকে এনে দায়িত্বপালন করার সাহস তাঁর নেই। তিনি যদি বিয়ে করেন, পাত্র কেমন হবে? বিয়ের জন্য তাঁর পছন্দের পাত্রকে হতে হবে একদিকে আধুনিক, আবার ধৈর্যশীলও। ডিজাইনার মনে করেন তাঁর জীবনে এমন মানুষ চাই, যাঁর সংস্কৃতি আর নৈতিকতাবোধ থাকতে হবে। কারণ তিনি যেভাবে মানুষ হয়েছেন, সেখানে এই শিক্ষাতেই তিনি শিক্ষিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।