বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ট্রাকের ধাক্কায় মিছরুল হক (৫০) নামে এক কৃষকলীগ নেতা নিহত হয়েছে। নিহত মিছরুল হক জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ছিলেন।সে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের দহর সিংড়া গ্রামের নুরুল হকের ছেলে। নিহত মিছরুল ঔষধ কোম্পানীতে কর্মরত ছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মাগুরা-যশোর সড়কের টিএনটি অফিসের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থলের কাজ শেষে মিছরুল মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ২৫০ শয্যা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলে চালক পালিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।