Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওএমএসে আজ থেকে চাল ৩০ ও আটা ১৮ টাকায় বিক্রি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

সরকার উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করছে। আজ বৃহস্পতিবার ১ হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে এই খাদ্যপণ্য বিক্রি শুরু হবে। এখানে প্রতি কেজি চাল ও আটা যথাক্রমে ৩০ টাকা ও ১৮ টাকায় পাওয়া যাবে। গতকাল খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খোলা বাজারে চাল ও আটা বিক্রির কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই চালের আমদানি খরচ ৩৬-৩৭ টাকা হলেও ভর্তুকি মূল্যে বিক্রি হবে। ওএমএসে মানসম্পন্ন চাল বিক্রি হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, চালের মজুত সর্বকালের সর্ববৃহৎ। পচার মতো চাল গোডাউনে নেই। মজুতকৃত চাল মানসম্পন্ন, ফলে মানুষ খাবে। খাদ্যমন্ত্রী আরও বলেন, ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেজন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও অধিদফতরে মনিটরিং টিম গঠন করা হয়েছে, জেলা-উপজেলা পর্যায়ে টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, অবৈধ মজুতদার চিহ্নিত করতে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।



 

Show all comments
  • Saifroni ৭ জুলাই, ২০২২, ৪:৫৮ এএম says : 0
    সিন্দুর পুর ইউনিয়নের কোথায় কবে এ-ই চাল ও আটা বিক্রি করেছে আমি জানিনা। একটু জানালে ভাল হত।
    Total Reply(0) Reply
  • Saiful ২৬ নভেম্বর, ২০২২, ৯:৩৩ পিএম says : 0
    সরকার দিচ্ছে কিন্তু জনগন পায়নি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওএমএস

৪ ফেব্রুয়ারি, ২০২১
২৭ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ