Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে খুলনায় বিএনপির কর্মসূচি

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬তম জন্মবার্ষিকী আজ। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য খুলনা মহানগর ও জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন নগর ও জেলার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য, খ্যাতনামা কবি, লেখক, সাংবাদিক আবদুল হাই শিকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি থাকবেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম।
প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক, বিএমএ’র সাবেক সভাপতি ডা. রফিকুল হক বাবলু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস আর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. অ্যাডভোকেট জাকির হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক মনিরুল হক বাবুল।
মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, কর্মসূচি সফল করতে মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথসভা করা হয়েছে। দিবসটি উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সকল আয়োজনে দেশ বরেণ্য ব্যক্তিবর্গ ও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী উপস্থিত থাকবেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়াউর রহমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ