Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হট লাইনে ফোন দিলেই করোনা চিকিৎসায় হোম হেলথ সার্ভিস দিবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ৫:২৯ পিএম

করোনা আক্রান্ত রোগীরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা হট লাইনে (০৯৬৭৮১০২১০২) ফোন করলে ঘরে বসেই মিলবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের হোম হেলথ সার্ভিস। দেয়া হবে চিকিৎসকদের পরামর্শ এবং অক্সিজেন সার্পোট। সেই সাথে অর্থহীনদের সরবরাহ করা হবে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, দেশব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে ১৪ জুলাই সন্ধ্যায় এক ভার্চুয়াল সভায় ময়মনসিংহে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) হোম হেলথ সার্ভিস উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড.খন্দকার মোশাররফ হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ময়মনসিংহ জেলা উত্তর-দক্ষিণ, মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা.ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ভার্চুয়াল সভা সঞ্চালনা করেন ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা: আব্দুস সেলিম।

সভায় বক্তারা বলেন, সরকারের ব্যার্থতায় করোনা আক্রান্ত মানুষ চিকিৎসা না পেয়ে মৃত্যু ঝুকিতে জীবন-যাপন করছেন। এ অবস্থায় জিয়াউর রহমানের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে হোম হেলথ সার্ভিস দেশব্যাপী শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় শহরের পর জেলা শহরেও এই কার্যক্রম চালু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ