Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ থেকে ৩০ হাজার কোটি টাকার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে আমিরাত

ফের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। রবিবার এ সফরকালে দেশটির কাছে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য বহু বিলিয়ন ডলারের একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থাও একই রকমের খবর দিয়েছে। তাদের খবরে বলা হয়েছে, দুবাইয়ে মুন জায়ে-ইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। ওই বৈঠক শেষে আমিরাতের কাছে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারে দক্ষিণ কোরিয়ার মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা। তাৎক্ষণিকভাবে এই সমঝোতা চুক্তির বিস্তারিত জানা যায়নি। আমিরাতের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে গত নভেম্বরে দুবাইয়ে সপ্তাহব্যাপী অ্যাভিয়েশন ট্রেড শো চলাকালে আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি টুইট নজর কাড়ে। এতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার এম-এসএএম অর্জনের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। এই এম-এসএএম হলো একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেটি ৪০ কিলোমিটারের নিচের উচ্চতায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। রয়টার্স জানায়, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার পিয়ংইয়ং-এর বিমানবন্দর থেকে সাগরে স্বল্প পাল্লার দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে এক মাসেরও কম সময়ের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। সোমবার জাপানের পক্ষ থেকেও পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দফায় দফায় এমন ঘটনাকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে টোকিও। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের ঘটনায় পিয়ংইয়ং-এর সুনান বিমানক্ষেত্র থেকে পূর্বদিকে দুইটি এসআরবিএম নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এর আগে গত ১৪ জানুয়ারি দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করার কয়েক ঘণ্টার ব্যবধানেই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ