বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের পার্বতীপুরে আমবাড়িতে আজ রোববার দুপুরে দিকে পার্বতীপুরের আমবাড়ী হাটের অদুরে দৌলতপুর নামক স্থানে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৭৬৬) একটি যাত্রীবাহি অটো রিক্সাকে মুখোমুখি ধাক্কা দিয়ে মাড়িয়ে দিলে ঘটনাস্থলে ২জন নিহত হন। নিহতরা হলেন দেলওয়ার হোসেন (৩৫), অপরজন ইছাহাক আলী (৪০) দুজনই অটো রিক্সার যাত্রী ছিলেন। আহত অটো রিক্সার ড্রাইভার আসাদুজ্জামানকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটানায় আহত হয়েছেন আরো ৫জন। তাদের স্থানীয় হাসপাতালসহ দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এসআই আব্দুল কাদের জানান বেলা ১১টা থেকে ১২ টার মধ্যে অটোরিক্সা ও শ্যামলী পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ২জন মারা যায়। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ সংবাদ পাঠানা পর্যন্ত সড়কের অবস্থা সম্পুর্ন নিয়ন্ত্রনে রয়েছে। মৃত ইছাহাক আলীর চাচা ফরিদ হোসেন জানান স্থানীয় চেয়ারম্যান নুরে কামাল যে ব্যবস্থা করবেন তারা তা মেনে নিবেন। নিহত ইছাহাক আলী চিরিরবন্দর থানার করমজী গ্রামের বাসিন্দা তার পিতা ইসমাইল হোসেন। অপর নিহত মুদিদোকানদার দেলোয়ার হোসেন ভবানীপুর হাজিপাড়ার বাসিন্দা। তার পিতার নাম আতামোল্লা হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।