Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূর লাশ উদ্ধার

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

লক্ষ্মীপুরের রামগতিতে বিবি রাজিয়া (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চরআফজল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজিয়া ওই এলাকার মো. নেজামের ছেলে সাইফুল ইসলাম ফরিদের স্ত্রী। গত বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেনারেল হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।

জানা যায়, চরপোড়াগাছা এলাকার আবদুর রবের মেয়ে বিবি রাজিয়ার সাথে ৪ বছর আগে পারিবারিকভাবে সাইফুলের বিয়ে হয়।

তাদের সংসারে দুই বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার একদিন আগে সাইফুল তার স্ত্রী রাজিয়াকে মারধর করে, খবর পেয়ে রাজিয়ার পরিবারের লোকজন তাকে শশুর বাড়ি থেকে আনার চেষ্টা করে সাইফুল নিতে দেয়নি পরদিন রাতেই রাজিয়াকে রান্না ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে রাজিয়ার স্বামী সাইফুল ইসলাম ফরিদের রান্না ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এসময় সাইফুল ইসলাম পালিয়ে যান। নিহতের পরিবারের অভিযোগ রাজিয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এঘটনায় সাইফুলের মা ভাই ও বোনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূর লাশ উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ