বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শিবগঞ্জ উজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামের গৃহবধূ রাবেয়া খাতুন রওশন বাড়ি থেকে বের হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে লাশ হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পাশের কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পলিভুগইল হিন্দুপাড়ায় নাগর নদের পাড়ে বাঁশ ঝাড়ের কাছে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ সন্ধ্যা পৌণে ৬টার দিকে লাশটি উদ্ধার করে।
পাইকড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান, রাবেয়া খাতুন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া সরকারপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। স্বামী বাদশা মিয়া নাটোরে একটি বিস্কুট ফ্যাক্টরীতে কর্মরত। তিনি সেখানে আরেকটি বিয়ে করে বসবাস করেন। রাবেয়া খাতুনের এক ছেলে এবং একটি মেয়ে রয়েছে। কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তিনি বলেন, ভিকটিকের শ্বাশুরি আমদের জানিয়েছেন ওই গৃহবধূ গত শুক্রবার দুপুরের পর বাড়ি থেকে বের হন। তার ছেলে-মেয়েরা বাবার সঙ্গে নাটোরে থাকে বলেও আমাদেরকে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।