বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরা এলাকার একটি বাসায় ঝুমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডেমরা কোনাপাড়া বাঁশিরপুল এলাকার একটি বাসা থেকে অচেতন আবস্থায় ঝুমাকে উদ্ধার করেন তার বোন। যেখানে তিনি স্বামী ও সন্তানসহ বসবাস করতেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী খালেদ মাহমুদ পলাতক রয়েছেন।
নিহতের বোন রুমা আক্তার বলেন, গতকাল সকালে ঝুমাকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানের চিকিৎসকরা ঝুমাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, সাত বছর আগে ঝুমার বিয়ে হয় খালেদ মাহমুদের সঙ্গে। তাদের এক মেয়ে আছে। গতকাল ঝুমার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় সে অসুস্থ। এরপর তার বাড়িতে গিয়ে অচেতন পাওয়া যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।