মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট- এফটিএ) নিয়ে আলোচনা শুরু করছে ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এফটিএ সম্পাদিত হলে ভারতের সঙ্গে তার দেশের ঐতিহাসিক অংশীদারিত্ব নতুন এক স্তরে চলে যাবে। একে সুবর্ণ সুযোগ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে, এই চুক্তি হলে ব্রিটিশ ব্যবসা ভারতীয় অর্থনীতির সামনের সারিতে চলে আসবে। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। বরিস জনসন আরো বলেছেন, এই চুক্তি হলে স্কচ হুইস্কি, আর্থিক সেবা এবং নবায়নযোগ্য প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ খাতগুলো উপকৃত হবে। এ নিয়ে আগামী সপ্তাহে প্রথম দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। বৃটিশ সরকার বলেছে, সমঝোতাকারী টিমের মধ্যে মধাহ্নভোজের পরই দ্রæততার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভারতের বিকাশমান অর্থনীতির সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি হলে তাতে ব্রিটিশ ব্যবসা, কর্মী ও ভোক্তাদের জন্য বিপুল সুযোগ সৃষ্টি হবে। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।