মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী প্রস্তাবিত ইইউ-ইউএস বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন। ফরাসি বাণিজ্যমন্ত্রী ম্যাথিয়াস ফেকল টুইটারে পোস্ট করে জানান, ফরাসি সরকার ট্রান্সআটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ আলোচনার ইতি টানতে চাইছে। টিটিআইপি সম্পর্কে ফ্রান্স শুরু থেকেই সন্দিহান ছিল এবং এই চুক্তি বন্ধ করার হুমকিও জানিয়েছে। ফ্রান্সের বক্তব্য ছিলো, যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় অনেক কম ভর্তুকি ফেরত দিচ্ছে। এই চুক্তি কার্যকর হতে হলে ইইউয়ের ২৮টি সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। এদিকে, ফেকলের বিবৃতির প্রতিক্রিয়ায় জার্মান অর্থমন্ত্রী সিগমার গাব্রিয়েল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যত ব্যর্থ হয়েছে, যদিও কোন পক্ষই তা স্বীকার করছে না। গাব্রিয়েলের এই মন্তব্য জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মারকেলের বক্তব্যের সঙ্গে সংঘাতপূর্ণ। কেননা গত মাসে মারকেল বলেছেন, ইউএস-ইইউ চুক্তি ইউরোপের স্বার্থ পুরোপুরি রক্ষা করবে। জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও মারকেলের দলের সঙ্গে মিলে গঠিত জোট সরকারের সদস্য গাব্রিয়েল বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হওয়া আমাদের উচিত হবে না। গাব্রিয়েল আরও বলেন, ট্রান্সআটলান্তিক চুক্তিতে দুই পক্ষের মধ্যে অন্তত ১৪ বার আলোচনা ও সংলাপ বিনিময় হয়েছে। কিন্তু কোনবারই দুই পক্ষ কোন বিষয়ে একমত হতে পারেনি। তার দায়ও যুক্তরাষ্ট্রকেই দিতে চাইছেন গাব্রিয়েল। তার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।