Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপান চীন দ. কোরিয়া মুক্ত বাণিজ্যে সম্মত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ত্রিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে চীনে এক সম্মেলনে অংশ নিয়েছে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। মঙ্গলবার চীনের দক্ষিণাঞ্চলের চেংডু শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে উন অংশ নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এসোসিয়েট প্রেস (এপি) এক প্রতিবেদনে বলছে, চীনের চেংডু শহরে মঙ্গলবার এক সম্মেলনে অংশ নিয়েছেন ওই তিন দেশের প্রধানমন্ত্রী। সম্মেলনে মুক্ত বাণিজ্য এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ পেতে উত্তর কোরিয়ার দাবি জোরাল হচ্ছে। এর মাঝে সম্মেলনে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতারা উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অবসানে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। চীনের প্রধানমন্ত্রী লি বলেছেন, তিন দেশ ঐক্যমতে পৌঁছেছে যে, কোরীয় দ্বীপের সঙ্কট সমাধানে একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ এবং পরামর্শ। কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রাজনৈতিক উপায়ে কাজ করতে আমরা তিন দেশ সম্মত হয়েছি। চলতি বছরের মধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি না পেলে উত্তর কোরিয়া নজিরবিহীন পদক্ষেপ নেবে বলে হুমকি দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। দেশটি বলছে, ওয়াশিংটনের পদক্ষেপের ওপর যুক্তরাষ্ট্রকে ক্রিস্টমাসের উপহার দেবে পিয়ংইয়ং। চীন মনে করে যে অবাধ বাণিজ্যকে রক্ষা করে বিশ্ব-শান্তির বহুপক্ষীয়তা রক্ষায় সুবিধা হয়। লি, অ্যাবে এবং মুন বলেছেন, তারা আঞ্চলিক পারস্পরিক সহযোগিতা, অর্থনীতি, পরিবেশ নিয়ে আলোচনা করেছেন। আমরা তিনজনই মুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক একীভূতকরণের পক্ষে। চীন মনে করে, মুক্ত বাণিজ্যের মাধ্যমে বহুপক্ষীয় বিশ্ব শান্তি রক্ষা করা সম্ভব। রয়টার্স, এনএইচকে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ