Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে লেগুনা স্ট্যান্ড দখল কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ : আহত ১০ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ২:৫১ পিএম

সিলেট নগরীতে লেগুনার মালিক ও চালক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর ধোপাদিঘিরপাড়স্থ ওসমানী শিশু উদ্যানের সামনে এ এ সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে অন্তত আহত হয়েছেন ১০ জন। স্থানীয় সূত্র জানা যায়, নগরীর ওসমানী শিশু উদ্যানের সামনের স্ট্যান্ড দখল নিয়ে লেগুনা চালক ও শ্রমিকদের সঙ্গে মালিকদের একটি পক্ষের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে আজ দুপুর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং দুপুর দেড়টার দিকে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষকালে দু’পক্ষের লোকজন পরষ্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এসময় উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ জন। এসএমপির কতোয়ালী মডেল থানার অর্šÍগত সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রনে আনে পরিস্থিতি। পরে ওসমানী শিশু উদ্যানের সামনে থেকে লেগুনা স্ট্যান্ডটি উচ্ছেদ করে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ