Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজ্ঞাপনের শুটিংয়ে পাহাড় চূড়ায় বুবলী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৪:৩২ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী নতুন বছরের শুরুটা করেছিলেন ওয়েবের কাজ দিয়ে। এরপর নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ঢাকার অদূরে বান্দরবানে রয়েছেন তিনি। আকিজ গ্রুপের একটি নারী পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন বুবলী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘বান্দরবানের নীলাচলের আশেপাশে রয়েছি। ট্রেকিং করছি। মূলত একটি স্যানিটারি ন্যাপকিনের জন্য বিজ্ঞাপনের শুট চলছে এখানে। গতকাল কাজ করেছি। আজও কিছু কাজ চলছে। আশা করি, বিকেল নাগাদ ক্যামেরাবন্দী হবে এ বিজ্ঞাপনটি।’

জানা গেছে, বিজ্ঞাপনে একজন ‘পর্বতারোহী’র ভূমিকায় অভিনয় করেছেন বুবলী। বিভিন্ন প্রতিকূলতা ছাপিয়ে তিনি উঠেছেন পাহাড়ের চূড়ায়। বান্দরবানের একটি পাহাড়ের চূড়ায় দুই দিনের প্রস্তুতি নিয়ে ওঠেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে বুবলী অভিনীত ‘তালাশ’ সিনেমাটি আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব। এছাড়াও ‘ক্যাসিনো’, ‘বিদ্রোহী’সহ আরো বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ গত বছরে বুবলীর ‌‘চোখ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি ‘টান’ নামের একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া করোনার কারণে আটকে থাকা ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘রিভেঞ্জ’, ‘কয়লা’ সিনেমাগুলোর কাজ শিগগিরই শুরু করবেন বুবলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুবলী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ