Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো ওয়েব ফিল্মে সিয়ামের সঙ্গে বুবলী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৯ পিএম

ঢাকাই চলচ্চিত্রের এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও শবনম ইয়াসমিন বুবলী। এবার প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন তারা। ‘টান’ শিরোনামের ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। এরই মধ্যে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নিয়েছেন সিয়াম-বুবলী।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘গল্প, পরিচালক ও সহশিল্পী দেখেই কাজটি করছি। প্রস্তাব পেয়ে সবকিছু জানার পর দেখলাম ভালো কাজের একটি ফুল প্যাকেজ এই প্রজেক্ট।’

আর বুবলীর ভাষ্য, ‘সিয়ামের সঙ্গে ওইভাবে মেলামেশা হয়নি আগে। কাজ করতে গিয়ে দেখলাম সহশিল্পীকে কমফোর্ট জোন দেওয়ার চেষ্টা করেন, ভালো কাজে উৎসাহিত করেন তিনি। যেটি বর্তমান সময়ে একজন সহশিল্পী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।’

জানা গেছে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এর শুটিং চলবে। এতে সিয়াম-বুবলীর সঙ্গে আরও থাকছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা প্রমুখ। ওয়েব প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্মটি নির্মাণ করা হলেও এটি প্রেক্ষাগৃহেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুবলী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ