Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো গল্প ও চরিত্র প্রাধান্য দিচ্ছেন বুবলী

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

চিত্রনায়িকা বুবলী একসময় শাকিব খানের সাথে সিনেমা করা ছাড়া আর কোনো নায়কের সঙ্গে অভিনয় করতেন না। তবে এক সময় ঘোষণা দেন ভালো গল্প এবং চরিত্র পেলে অন্য নায়কদের সঙ্গেও অভিনয় করবেন। দীর্ঘদিন আড়ালে থেকে অবশেষে তিনি সিনেমায় ফিরেছেন। তবে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নয়। চিত্রনায়ক নিরব ও রোশানের সঙ্গে জুটি বেঁধে দুটি সিনেমায় অভিনয় করছেন। একটির নাম ক্যাসিনো, অপরচি চোখ। এখন আসিফ ইকবাল জুয়েলের পরিচালনাধীন চোখ সিনেমায় অভিনয় করছেন। বুবলী বলেন, ভাল গল্প ও চরিত্র পেলে অন্য নায়কদের সঙ্গে অভিনয় করতে আপত্তি নেই বলে ঘোষণা দিয়েছিলাম। ঘোষণা অনুযায়ী দুটি ভাল গল্পের সিনেমায় অভিনয় করছি। এভাবে নতুন সিনেমার গল্প ও চরিত্র যদি পছন্দ হয়, তবে অন্য নায়কদের সঙ্গে অভিনয় করার ধারাবাহিকতা বজায় রাখব। আমার কাছে নায়ক মুখ্য নয়, সিনেমার গল্প ও চরিত্রই মুখ্য। এদিকে বুবলী সম্প্রতি ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে ‘ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছেন। বুবলী বলেন, ‘অভিনয়ের জন্য সম্মাননা প্রাপ্তি শুধুমাত্র প্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আগামী দিনে আরো ভালো কাজ করার ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। নিজেকে আরো সম্মানীত অবস্থানে নিয়ে যাবার ক্ষেত্রে শক্তিও বটে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ