বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও পুরুষ নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে (১০ জানুয়ারি) মধুমিতা গেট এবং টঙ্গীর নতুন বাজার (গাজীবাড়ি) এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ খান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১২ টায় টঙ্গীর মধুমিতা রেল গেইট এলাকায় ট্রেন লাইন পার হওয়ার সময় দ্রুত গতির ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (পুরুষ) নিহত হন।
অপরদিকে, টঙ্গীর নতুন বাজার (গাজীবাড়ি) এলাকায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয়রা পুলিশ কর্মকর্তাকে জানান, ওই নারী রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।