Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গী মাঠে সন্ত্রাসী হামলার বিচার করতে হবে

-ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগ সাথী ও মাদরাসার ছাত্রদের ওপর নির্মম ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নেতৃদ্বয় মাওলানা সা’দ প্রসঙ্গে দেশের শীর্ষ আলেমদের সিদ্ধান্ত মেনে নিতে তাবলীগের মুরব্বীদের আহ্বান জানিয়েছেন।
তারা আরো বলেন, তাবলীগের সঙ্কটের ব্যাপারে দেশের শীর্ষ আলেম-ওলামাদের মতামতের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। অন্যথায়, তাবলীগ জামায়াতের সঙ্কট আরো ঘনিভূত হবে। তাই নেতৃদ্বয় সমাধানের জন্য উভয় পক্ষের মুরব্বীদের আলোচনায় বসার আহ্বান জানান। তারা বলেন, কোন ব্যক্তি বিশেষের ওপর দ্বীনের সুমহান কাজ নির্ভরশীল নয়। এটা সবাইকে উপলব্ধি করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টঙ্গী মাঠে সন্ত্রাসী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ