বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদ’পন্থিদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। সমাবেশে বক্তারা বলেছেন, অবিলম্বে সাদপন্থী সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচার করা না হলে ভোটের মাঠেই এর ফয়সালা হবে। বক্তারা আরো বলেন, পহেলা ডিসেম্বর ইজতেমা ময়দানে নিরীহ মাদরাসা ছাত্র ও মুসুল্লীদের ওপর অতর্কিত হামলাকারীরা তাবলীগের কেউ নয়। এরা মুখোশধারী গডফাদারদের লালিত সন্ত্রাসী বাহিনী। এরা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সারাদেশে অস্থিতিকর পরিস্থিতি তৈরি করতে তৎপর রয়েছে। তাদের উগ্রতা ও মারমুখী আচরণে দেশবাসী উদ্বিগ্ন। তাই সাদপন্থীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হোক।
বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরীর কৃষ্ণচূড়া চত্ত্বরে ইত্তেফাকুল উলামা জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী আল্লামা ফরিদ উদ্দিন মাসউদকে 'সাদপন্থীদের ব্যারিস্টার' আখ্যা দিয়ে বলেন, তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী ফতোয়া দিলেও টঙ্গী ময়দানে সাদপন্থীদের সন্ত্রাসী হামলার বিষয়ে কোন প্রতিবাদ করেননি। পক্ষান্তরে তিনি বিভিন্ন ভাবে সাদপন্থীদের পক্ষাবলম্বন করেছেন। তাই ময়মনসিংহের সকল মাদরাসায় ফরিদ উদ্দিন মাসউদ ও তাঁর সকল ধরনের কর্মকান্ডকে বয়কট করার ঘোষনা দেন।
সংগঠনের জেলা সভাপতি মুফতি মুহিব্বুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হকের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে টঙ্গী ময়দানে হামলার লোমহর্ষক বিবরণ উপস্থাপন করেন বক্তব্য রাখেন টঙ্গী দারুল উলূমের মুহতামিম মাও. মুহতামিম মাসুদুল করীম ও মাও. হেলাল উদ্দিন।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মাও. আব্দুর রহমান হাফেজ্জী, মাও. খালেদ সাইফুল্লাহ সা'দী, মাও. আবুল কালাম আজাদ, মুফতি মুহিবুল্লাহ, মাও. জাকারিয়া, মাও. মুহাম্মদ, মুফতি মাহবুবুল্লাহ, মাও. মুখলেসুর রহমান, মাও. মফিজুল ইসলাম, মাওলানা আমীর ইবনে আহমদ প্রমুখ। এ সময় উলামা ও তাবলিগের মুরুব্বিদের পক্ষ থেকে ঘোষিত ৬ দফা দাবি পেশ করে সরকারকে তা অবিলম্বে বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।