Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরের চারটি খাবারের প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১১:৪৭ পিএম

লাইসেন্স ছাড়া হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা, অতিরিক্ত মূল্য নেয়া ও নেংরা পরিবেশে রেস্তোরাঁ পরিচালনার অপরাধে পর্যটন শহরের চারটি খাবারের প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) এ বিষয়ে পৃথক অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অর্থ দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো- শালিক রেস্তোরাঁ, কাসুন্দী রেস্তোরাঁ, ইকরা বীচ হোটেল ও হোটেল সী ওয়ার্ল্ড।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, পর্যটন শহরের বেশ কিছু রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে। অতিরিক্ত দাম আদায়ের অভিযোগও আছে অনেক খাবারের দোকানের বিরুদ্ধে।

রবিবারের অভিযানে লাইসেন্স ব্যতীত হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন র‍্যাব-১৫ কক্সবাজারের সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ