Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১২০০ ঘর ভস্মীভূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১০:২০ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালীর শফিউল্লাহ কাটার ১৬নং রোহিঙ্গা শিবিরের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২০০ ঘর পুড়ে গেছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. সিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রোহিঙ্গা শিবিরের বি-ব্লকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, বি-ব্লকের মোহাম্মদ আলীর (৩৫) ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন বি ও সি ব্লকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৮ এপিবিএন’র অফিসার ফোর্স এবং ফায়ার সার্ভিস সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ক্যাম্পে কাজ করা আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা একীভূত হয়ে কাজ করেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ