Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ও আন্তঃক্লাব টেনিস

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স ও উত্তরা ক্লাব কোর্টে গতকাল ইউরো-ইউসিএল জাতীয় ও আন্তঃক্লাব টেনিসের পুরুষ ও মহিলা একক এবং বালক (অনূর্ধ্ব-১৪) এককের খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ এককে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় রাজশাহীর দেলোয়ার হোসেনকে, বৃটিশ হাই কমিশন ক্লবের রুবেল হোসেন বিকেএসপির ইসতিয়াককে, পাবনার স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের মামুন বেপারী নরডিক ক্লাবের আরমগীর হোসেনক এবং পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের দীপু লাল আমেরিকান ক্লাবের মিলন হোসেনকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। মহিলা এককে বিকেএসপির ইতি আক্তার আনসার টেনিস একাডেমীর ঝিলিক চাকমাকে এবং বিকেএসপির ঈশিতা আফরোজ বিকেএসপির শাহ সাফিনা লাক্সমিকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। বালক একক অনুর্ধ্ব- ১৪ বছর গ্রæপে এলিট টেনিস একাডেমীর জুয়েল রানা বিকেএসপির ইয়াসিন আহাদকে, বিকেএসপির ফরিদুর রেজা এলিট টেনিস একাডেমীর আলভিকে, বিকেএসপির তামিম বিন জাহিদ এলিট টেনিস একাডেমীর রাকিব হোসেনকে এবং বিকেএসপির অর্নব সাহা একই সংস্থার সৈকত শাহরিয়ারকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ও আন্তঃক্লাব টেনিস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ