Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ও আন্তঃক্লাব টেনিস শুরু

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ইউরো গ্রæপ-ইউসিএল জাতীয় ও আন্তঃক্লাব টেনিস প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। গতকাল জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম এমপি। এ সময় ফেডারেশনের উপদেষ্টা গোলাম মোরশেদ ও আজমত মঈন, ইউরো গ্রæপের চেয়ারম্যান এএইচএম হায়দার, ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, উত্তরা ক্লাব লিমিটেডের স্পোর্টস ইনচার্জ আরশাদ হোসেন পিপলু এবং টুর্নামেন্ট ডিরেক্টর খালেদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, বালক ও বালিকা একক অনুর্ধ্ব- ৮, ১০, ১২ ও ১৪ বছরের ছাড়াও আন্তঃক্লাব প্রতিযোগিতায় ১২টি টেনিস ক্লাব অংশ নিচ্ছে। সকল ইভেন্টের ফাইনাল খেলা, আন্তঃক্লাব ও মিনি টেনিসের (অনুর্ধ্ব- ১০ ও ৮ বছর) খেলাগুলো উত্তরা ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এবং অন্য খেলাগুলো রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ও আন্তঃক্লাব টেনিস শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ