নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ইউরো গ্রুপ-ইউসিএল জাতীয় ও আন্তঃক্লাব টেনিস প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। গতকাল রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স ও উত্তরা ক্লাবের কোর্টে অনুষ্ঠিত খেলায় পুরুষ এককে সাতক্ষীরা টেনিস ক্লাবের শেখ হাসিবুল হক উত্তরা ক্লাবের শশিকে, রাজশাহীর দেলোয়ার হোসেন উত্তরা ক্লাবের জাকির হোসেনকে, ব্রিটিশ হাই কমিশন ক্লাবের মুনির হোসেন জাতীয় টেনিস কমপ্লেক্সের সাদ আবদুল্লাহ আফ্রিদিকে, নারায়ণগঞ্জ টেনিস ক্লাবের সেলিম হোসেন বিকেএসপির নাইমুল ইসলামকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেন। এই পর্বে আরও জায়গা পান ব্রিটিশ হাই কমিশন ক্লবের রুবেল হোসেন, সজিব, পাশি, নরডিক ক্লাবের আলমগীর হোসেন, পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের আখতার হোসেন, এলিট টেনিস একাডেমির ফারুক হোসেন, বিসিএসআইআর টেনিস ক্লাবের হানিফ মুন্না এবং পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের দীপু লাল। অন্যদিকে মহিলা এককে বিকেএসপির ঈশিতা আফরোজ জাতীয় টেনিস কমপ্লেক্সের ফাবিহা লামিসা সূচনাকে এবং বিকেএসপির জেরিন সুলতানা এলিট টেনিস একাডেমির রাইসা আখতার লোলাকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।