Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতবিনিময় সভা

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা
‘শিশু ও নারীর সামাজিক নিরাপত্তায় গণমাধ্যমে ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত হয়। আইইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ নেত্রকোনা এই মতবিনিময় সভার আয়োজন করে। জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে জনউদ্যোগের ফেলো প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পালের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনার কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু, উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম ও নারী নেত্রী মঞ্জু রানী সরকার প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা শিশু ও নারীর সামাজিক নিরাপত্তায় সরকারের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের লোকজনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ