Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দেবীগঞ্জ ইউপি নির্বাচনে আটটির চারটিতে নৌকার পরাজয়

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:২৪ পিএম

পঞ্চম ধাপের নির্বাচনে দেবীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (০৫ জানুয়ারী) দিনব্যাপী ভোট গ্রহণের পর রাতে গণনা শেষে চেয়ারম্যান হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।


নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন-দন্ডপাল ইউনিয়নে আজগর আলী, চেংঠী হাজরাডাঙা ইউনিয়নে আমিনুর রহমান। টেপ্রীগঞ্জ ইউনিয়নে গোলাম রহমান সরকার, পামুলী ইউনিয়নে মনিভূষণ রায়।


স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন-

শালডাঙা ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফরিদুল ইসলাম ফরিদ (ঘোড়া প্রতীক), সোনাহার ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান (ঘোড়া প্রতীক), সুন্দরদীঘি ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম (ঘোড়া প্রতীক), চিলাহাটি ইউনিয়নে হারুন অর রশিদ (মোটরসাইকেল প্রতীক)।

সূত্র জানায়, দেবীগঞ্জ উপজেলার আট ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ