বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নে ১২ হাজার ভোটের ব্যবধানে নৌকা প্রার্থীকে হারিয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ। তিনি গার্ডিয়ান পাবলিকেশনন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেশব্যাপী পরিচিত।
বেসরকারি ফলাফলে দেখা যায়, দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত নেতা নুর মোহাম্মদ চশমা প্রতীক পেয়েছেন ১৪ হাজার ৯০৭ ভোট।
আর আওয়ামী লীগ প্রার্থী শাহ মো. আবদুল খালেক ২ হাজার ৯১৩ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী হেলাল প্রামাণিক পেয়েছেন মাত্র ১৪৪ ভোট।
বুধবার রাতে ফল প্রকাশের পর তিনি নিজের ফেসবুক টাইমলাইনে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। ফাইনালি রেজাল্ট হাতে পেলাম। অনেককিছু বলার আছে। ইনশাআল্লাহ সময় করে বলব। এতটুকু বলি—সকলের প্রতি বিনম্র কৃতজ্ঞ। থ্যাংক ইউ গুনাহার।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।