Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার ১৬ টি ইউপিতে ৫ম ধাপের ভোটগ্রহণ চলছে

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:৩৪ পিএম

পঞ্চম ধাপের নির্বাচনে সাতক্ষীরার ১৬ টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
সকালে দুই একটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাঁধা দেওয়ার চেষ্টা করে নৌকার কর্মী-সমর্থকরা। তবে,পুলিশি হস্তক্ষেপে পরে তারা কেন্দ্রে প্রবেশ করেন বলে জানা গেছে।

সাতক্ষীরার ১৬ টি ইউনিয়নের মধ্যে আশাশুনি উপজেলার ১১ টিতে, শ্যামনগর উপজেলার তিনটি ও কলারোয়া উপজেলার দুটি ইউিনয়নে ভোটগ্রহণ চলছে।
এসব ইউনিয়নের তিন লক্ষাধিক ভোটার ভোট প্রদান করবেন।

আশাশুনি উপজেলার একশোরা গ্রামের শেখ আব্দুর রাজ্জাক,আমেনা বিবিসহ অনেকেই জানান,দীর্ঘ ১০ বছর পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশী। তারা সাতক্ষীরার সাংবাদিকসহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মো: নাজমুল কবীর জানান,শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণও শান্তিপূর্ণভাবে চলছে। পুলিশ,র্যাব,বিজিবি, ভ্রাম্যমাণ অাদালত সবাই মাঠে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ