Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শীত উপেক্ষা করে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদীতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১০:০৪ এএম

পঞ্চম ধাপে আজ ৫ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়ন ও শ্রীবরদীর ১টি ইউনিয়নে সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।

শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা আট ইউনিয়নের ৭৮ কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।
শীতে পুরুষ ভোটার উপস্থিতি কম থাকলেও মহিলা ভোটার উপস্থিতি বেশি।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঝিনাইগাতীর সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ উপজেলায় ১ লক্ষ ৩৭ হাজার ৩১৮ জন ভোটার ভোট প্রয়ো করবে । নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ