বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর পাইকেরছড়া গ্রামের দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত ওই গৃহবধূর নাম শাহিদা বেগম (৪০)। তিনি ঐ গ্রামের শাহজাহান আলীর মেয়ে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান ঘটনার কথা স্বীকার করেছেন। জানা গেছে, উপজেলার পাইকেরছড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে শাহিদা বেগমের প্রায় ২৪ বছর পূর্বে একই গ্রামের মরহুম আব্বাছ আলীর ছেলে আবুবকর সিদ্দিকের (৪৪) সঙ্গে বিয়ে হয়। তিনি একজন কাঠ ব্যাবসায়ী। তাদের ৩ টি কন্যা সন্তান রয়েছে। কলহের জেরে কিছু দিন আগে শাহিদা ছোট সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। গত সোমবার রাতে শাহিদার স্বামী আবুবকর সিদ্দিক শ্বশুরবাড়িতে আসে। রাত তিনটার দিকে শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আবুবকর।
ইউপি সদস্য আবু মোঃ বজলুর রহমান জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেই। থানার এসআই আতাউর রহমান জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতর চিহ্ন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।