Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমের ছবি ঘিরে ফের জল্পনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

আবারও আলোচনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার সাম্প্রতিক কালের বেশ কিছু ছবি ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে। গত মঙ্গলবার ২৯ ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে কিমকে আগের থেকে অনেক পাতলা দেখা যাচ্ছে। আর এনিয়েই যত আলোচনা। সম্প্রতি দেশটির ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন ৩৭ বছর বয়সী কিম। আর সে বৈঠক থেকেই ছবি প্রকাশ করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। সেসব ছবিতে কিমকে পূর্বের তুলনায় অনেক পাতলা দেখা যাচ্ছিল, যেন কিমকে চেনা অনেক দায়! তবে দেশটির কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কিমের স্বাস্থ্য অনেক ভাল আছে এবং দেশের ভালোর জন্যই কম খাচ্ছেন। গত বছরের শুরুর দিক থেকে কিমের স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। কেননা সেসময় কিমের অন্তত ২০ কেজি ওজন কমে যায়। এদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন, শারীরিক উন্নতির জন্যই হয়তো কিম ওজন কমিয়েছেন। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ