Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশের আক্ষেপ শুধু মুমিনুল-লিটনের সেঞ্চুরি না পাওয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১১:৩৪ এএম | আপডেট : ১২:১৮ পিএম, ৩ জানুয়ারি, ২০২২

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। কিউইদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট করার পর আজ তৃতীয়দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করেছে টাইগাররা। বাংলাদেশ এখন এগিয়ে আছে ৭৩ রানে। আজ তৃতীয়দিন শেষে মেহেদী হাসান মিরাজ ২০ ও ইয়াসির আলী ১১ রানে অপরাজিত আছেন।

তবে এমন সাফল্যেও বাংলাদেশের একটি আক্ষেপ রয়ে গেছে অবশ্যই ৷ কারণ অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে মুমিনুল হক ও লিটন দাস। মুমিনুল ৮৮ ও লিটন ৮৬ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন।

গতকাল দ্বিতীয়দিন ২ উইকেট হারিয়ে ১৭৫ রান করে বাংলাদেশ। গতকাল মাহমুদুল হাসান জয় ৭০ ও মুমিনুল ৮ রানে অপরাজিত ছিলেন৷ আজ জয় নিজের রান ৭৮ করার পর তিনি নিল ওয়েগনারের বলে ক্যাচ আউট হন। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু তিনি বেশিদূর আগাতে পারেননি। মুশফিক মাত্র ১২ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড আউট হন৷ এরপরই দলের হাল ধরেন মুমিনুল ও লিটন৷ অবশেষে মুমিনুল থামেন দলীয় ৩৬১ রানের সময়৷ তাকে বোল্ড এলবিডব্লিউ আউট করেন। লিটন ফিরেন যান বোল্টের বলেই। তখন দলের রান ছিল ৩৭০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ