Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিকরগাছায় আ.লীগের ৩ নেতা বহিষ্কার

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকে বহিস্কার করেছে যশোর জেলা আওয়ামী লীগ। প্রেসক্লাব যশোরে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে বহিস্কারের ঘোষণা দেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বহিস্কৃত ৩ নেতা হলেন- ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আমানুল কাদির টুলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছালেমুল হক সালাম, উপজেলা যুবলীগের কর্মী ইমতিয়াজ শিপন।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার পরেও বহিষ্কার করা হয়নি। এ সম্পর্কে জানতে চাওয়া হলে জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ বিদেশে আছেন। তিনি কয়েকদিনের মধ্যে দেশে আসলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে একসাথে সংবাদ সম্মেলন করবেন। বর্তমানে তিনি কে নো ধরণের নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন না। তবে এ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলকে একাধিক বার কল দেওয়া হলেও রিসিভ করেন নি। কিন্তু সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, তার কর্মী-সমর্থকেরা এখনো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ