Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এত দ্রুত জো বাইডেনের জনপ্রিয়তা কমছে কেন?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১০:১৯ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর জো বাইডেনের এখনো এক বছর পার হয়নি কিন্তু দিন দিন কমছে তার জনপ্রিয়তা । সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা যায়, বাইডেনের ব্যাপারে মার্কিন ভোটারদের সমর্থন বা এ্যাপ্রুভাল রেটিং গত কয়েক মাস ধরেই ৪০ শতাংশের কোঠায় ওঠানামা করছে।

তারা মনে করছেন জো বাইডেন প্রেসিডেন্ট হবার পর তিনি সমাজে কোনো অর্থবহ পরিবর্তন আনতে পারেননি । ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে অনেক প্রত্যাশা জাগিয়ে যে বাইডেন প্রেসিডেন্ট হয়েছিলেন-তাকে নিয়ে কেন আমেরিকান ভোটাররা হতাশ?

বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজলি কিবরিয়া বলছিলেন, আফগানিস্তান থেকে বিশৃংখলভাবে মার্কিন সৈন্য প্রত্যাহার থেকে শুরু করে করোনাভাইরাস মহামারি, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া-এরকম বেশ কয়েকটি কারণে লোকে জো বাইডেনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। বাইডেন যেভাবে এসেছিল-একটা বিরাট আশা নিয়ে যে ট্রাম্প তো গেল-এখন আমরা অন্য ধরনের দেশ, পলিটিক্স, পলিসি দেখবো। কিন্তু ঠিক যেটা সবাই আশা করছিল-ওরকম হয়নি। এখনো কিছু হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দিনগুলোয় কংগ্রেস ভবনে টাম্প সমর্থকদের নজিরবিহীন আক্রমণের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিবেশ ছিল উত্তাল।

এক দিকে করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্র বিপর্যস্ত, অন্যদিকে ক্রমবর্ধমান সামাজিক বিভেদ, অসাম্য, আর বর্ণবাদী উত্তেজনা, তার ওপর আমেরিকান গণতন্ত্রের একেবারে কেন্দ্রে এই আক্রমণ-সব মিলিয়ে এক চরম অনিশ্চিত অবস্থার মধ্যে, অনেক প্রত্যাশা জাগিয়ে-প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। কিন্তু এখন তার সমর্থকরাই হতাশ যে প্রেসিডেন্ট বাইডেন ভালো করতে পারছেন না। এমনকি ডেমোক্র্যাটিক পার্টিকে যারা প্রায় চিরকাল ভোট দিয়ে এসেছে-সেই কৃষ্ণাঙ্গ, লাতিনো, নারী এবং তরুণ জনগোষ্ঠী-তারাই বাইডেনের প্রেসিডেন্সি নিয়ে হতাশ এবং ক্ষুব্ধ। তারা বলছেন, বাইডেনের দেয়া প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, অর্থবহ কোনো পরিবর্তন সমাজে আসেনি।

কেন এই হতাশা? ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতির অধ্যাপক আলি রীয়াজ বলছেন এর কারণ একাধিক।

বাইডেন সমর্থকরা বলছেন যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এলে এবং উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়ন করা গেলে তাদের প্রতি ভোটারদের এই হতাশা কেটে যাবে, এবং বাইডেনের জনপ্রিয়তাও বাড়বে।

এখন এটাই দেখার অপেক্ষা যে নতুন বছরে তা ঘটে কি না। সূত্র : বিবিসি



 

Show all comments
  • Atikur Rahman ২ জানুয়ারি, ২০২২, ৪:৪১ পিএম says : 0
    বাংলাদেশের দেশ প্রেমিক অফিসারদের প্রতি নিষেধাজ্ঞা দেওয়ায়। জো বাইডেনের জনপ্রিয়তা কমছে বলে ধারণা করছে বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • Atikur Rahman ২ জানুয়ারি, ২০২২, ৪:৪১ পিএম says : 0
    বাংলাদেশের দেশ প্রেমিক অফিসারদের প্রতি নিষেধাজ্ঞা দেওয়ায়। জো বাইডেনের জনপ্রিয়তা কমছে বলে ধারণা করছে বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • Atikur Rahman ২ জানুয়ারি, ২০২২, ৪:৪১ পিএম says : 0
    বাংলাদেশের দেশ প্রেমিক অফিসারদের প্রতি নিষেধাজ্ঞা দেওয়ায়। জো বাইডেনের জনপ্রিয়তা কমছে বলে ধারণা করছে বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • Al Imran ২ জানুয়ারি, ২০২২, ৪:৪৩ পিএম says : 0
    জে বাইডেনের জনপ্রিয়তা কমার অন্য তম কারণ হচ্ছে সে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়েছে ।আর অন্য দিকে মোদি জনপ্রিয়তা ব্যারেছে কারণ সে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আছে।
    Total Reply(0) Reply
  • Mosharaf Hossen ২ জানুয়ারি, ২০২২, ৪:৪৩ পিএম says : 0
    বাংলাদেশ কে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়ার জন্য!!
    Total Reply(0) Reply
  • Kazi Rabby ২ জানুয়ারি, ২০২২, ৪:৪৪ পিএম says : 0
    জো বাইডেন সরকারের উপর কি তাইলে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ