Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে ১০ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১০:০৫ এএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ ধাপে ময়মনসিংহের ফুলপুর ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় গণভবণে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১ নং ছনধরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ২ নং রামভদ্রপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. দুদু মিয়া (মোফাজ্জল হোসেন), ৩নং ভাইটকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ, ৪নং সিংহেশ্বর ইউনিয়নে শাহা আলী, ৫ নং ফুলপুর ইউনিয়নে নতুন মুখ আবুল কাশেম, ৬ নং পয়ারী ইউনিয়নে এনামুল কবির, ৭ নং রহিমগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু ছাইদ সরকার, ৮ নং রূপসী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহ্ সুলতান চৌধুরী, ৯ নং বালিয়া ইউনিয়নে নতুন মুখ দেলোয়ার মোজাহীদ ও ১০ নং বওলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হারুন অর রশীদ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে তাদের নাম চূড়ান্ত করা হয়। মঙ্গলবার পছন্দের প্রার্থী-মনোনয়ন পাওয়ার সংবাদ পেয়ে এলাকায় আনন্দ উল্লাসে মেতে উঠে কর্মী, সমর্থক ও ভোটাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ