Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের প্রচারণা থেকে বিরত থাকতে এমপি আবদুল হাইকে ইসির সতর্কবার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:৩২ পিএম | আপডেট : ৮:৪৪ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২১

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাইকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুস ছালেক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জারি করেছে ইসি। চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধিমালা ২০১৬’ এর বিধি ২২ অনুযাযী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যাক্রমে অংশ নিতে পারবেন না।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে উল্লেখিত আচরণবিধির সংশ্লিষ্ট বিধি নির্বাচনী এলাকায় সফরকারী বা অবস্থানগত সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে সংশ্লিষ্ট সংসদ সদস্যগণকে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। চিঠিতে আরও বলা হয়, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠতব্য শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে আপনি নির্বাচনি প্রচারণা করছেন যা নির্বাচনি আচরণবিধির পরিপন্থী হিসেবে উল্লেখপূর্বক তথ্যপ্রমাণসহ একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে। জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুস ছালেক বলেন, ‘প্রতিটি অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। এর আগে গত ১৯ নভেম্বর ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে সংসদ সদস্যরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী কাজ থেকে বিরত থাকবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন বলছে, প্রার্থীদের প্রচারে অংশ নেওয়ার মাধ্যমে তাদের কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে তা প্রচারিত হচ্ছে। ইতোমধ্যে প্রাপ্ত অভিযোগ ও তথ্য অনুসারে, যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচার কাজে অংশ নেওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে- তাদের অবিলম্বে এলাকা ছাড়ার জন্য ইসির নির্দেশনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সতর্কবার্তা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ