Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সতর্কবার্তা দিলো আফগানিস্তান

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রস্তুতি ম্যাচের একাদশে বাংলাদেশ স্কোয়াডের তিন ক্রিকেটারের দিকেই ছিল সবার নজর। নজরটা বেশি রাখতে হয়েছে তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতের দিকে। ২৩৪’র জবাব দিতে এসে বাঁ হাতি ওপেনার ইমরুল কায়েস ফিরেছেন ৮ রানে, টপ অর্ডার সাব্বির রহমান ফিরেছেন ৯ রানে। তাতেই ধাক্কা খেয়েছে বিসিবি একাদশ। তবে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের সামনে দাঁড়িয়ে থাকা মোসাদ্দেক সৈকত ঠিকই কিন্তু মেলে ধরেছেন নিজেকে। ২ ওভারের বোলিংটা হয়নি প্রত্যাশিত। তবে মিডল অর্ডারে যে দাঁড়িয়ে যেতে পারেন, লম্বা ইনিংস খেলে পার্টনারশিপে নেতৃত্ব দিতে পারেনÑপ্রিমিয়ার ডিভিশনের সর্বশেষ আসরে আবাহনীকে শিরোপা উপহার দেয়ার নায়ক মোসাদ্দেক আরো একবার তা দেখিয়ে দিয়েছেন। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ হেরেছে ৬৬ রানে। ওই হেরে যাওয়া ম্যাচেও প্রাপ্তি মোসাদ্দেকের ৯৭ বলে ৭৬ রানের ইনিংস। 

আমির হামজাকে এক ওভারে তিন তিনটি দর্শণীয় বাউন্ডারি মেরেছেন। রশিদ খান এবং রহমত শাহকে ওভারে একটা করে চার, একটা করে ছক্কা মেরেছেন ! বিসিবি একাদশের ইনিংসে বলার মতো পার্টনারশিপ ছিল ২টি, ৫ম উইকেট জুটিতে মেহেদী মিরাজকে নিয়ে ৫৬ রান এবং ৬ষ্ঠ উইকেট জুটিতে আলাউদ্দিন বাবুর সঙ্গে ৫৯ রানের পার্টনারশিপে নেতৃত্ব দিয়েছেন তিনিই। কিন্তু তাতেও রক্ষা হয়নি, মোসাদ্দেক ফিরে যাওয়ার পর তাসের ঘরের মতো উড়ে গেছে শেষ ৫ উইকেটÑতাও আবার মাত্র ১৩ রান যোগ করতে পেরেছে ওই ৫ জুটি। তাদের স্থায়ীত্ব মাত্র ৩৫ বল! বিপরীতে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পরীক্ষায় সফল আফগানিস্তান। মিডল অর্ডার হাসমাতুল্লাহ শহীদি ৯৬ বলে ৬৯, আসগার স্টানিকজাই’র ৩৪, রশিদ খানের ২৪ বলে ৩০ এবং লোয়ার অর্ডার মিরওয়াইজ আশরাফের ১৯ বলে ৩ ছক্কা ২ বাউন্ডারিতে ঝড়ো ৩২ রানের হার না মানা ইনিংস ভাবাচ্ছে বাংলাদেশকে। চেনা মোহাম্মদ নবীর বোলিং (৪/২৪), অচেনা রশিদ শাহ’র বোলিং (২/২৫) নিয়েও ভাবতে হচ্ছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের যে পীচে হবে ওয়ানডে, সেই বৈশিষ্ট্যের উইকেট কিন্তু তৈরি হয়নি ফতুল্লায়। সে কারণেই অনুশীলন ম্যাচে আফগানিস্তানের কাছে ৬৬ রানে বিসিবি একাদশের হার নিয়ে শঙ্কিত হওয়ার কিছুই নেই! তবে ফতুল্লার সেøা উইকেটে বিসিবি একাদশের বিপক্ষে আফগানিস্তান ২৩৩ পর্যন্ত টেনে নিতে পেরেছে, এটা কিন্তু এক ধরনের সতর্কবার্তা। এই ম্যাচে আফগানিস্তানের ২ লেগ স্পিনারের বোলিংকে আলাদা কাতারে রাখতে চান মোসাদ্দেক সৈকতÑ ‘ওদের লেগ স্পিনারদের খেলে আমার যেটা মনে হয়েছে ওদের রশিদ নামে যে লেগ স্পিনারটা আছে সে খুব সুন্দর জায়গায় বল করে। ওর আসলে গুগলিটা ভালো, একটা জায়গায় বল করতে পারে। ভেরিয়েশন আছে। আর ভেরিয়েশন যেটা আছে তা পারফেক্ট।’ প্রস্তুতি ম্যাচে ৯৭ বলে ৭৬ রানের ইনিংস থেকে আন্তর্জাতিক অভিষেকে টনিক পাচ্ছেন বলে জানিয়েছেন তিনিÑ ‘আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলে আত্মবিশ্বাসটা একটু অন্যরকম থাকে। আমারও তেমনই ছিল। সুযোগ যখন পেয়েছি তখন আমাকে প্রমাণ করতে হবে, আমি সেটাই চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত খেলার কিন্তু দুঃখজনকভাবে তা হয়নি।’
প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে বিসিবি একাদশের হেরে যাওয়া থেকে সতর্কবার্তা টিমমেদের দিতে চান বাঁ হাতি ওপেনার তামীমÑ ‘ইংল্যান্ড সিরিজের মতোই আফগান্তিান সিরিজ সমান গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডকে আমরা যেভাবে গুরুত্ব দিচ্ছি, আফগানিস্তানকেও আমরা সেভাবেই গুরুত্ব দিতে চাই। আমরা যদি হারি, সেটাও রেকর্ডবুকে যাবে, যদি জিতি সেটাও রেকর্ডবুকে যাবে। তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার আগে যেভাবে তৈরি হই, আফগানিস্তানের বিপক্ষেও ঠিক একইভাবে তৈরি হচ্ছি।’
স্কোর কার্ড
বিসিবি একাদশ-আফগানিস্তান, প্রস্তুতি ম্যাচ
খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা
টস : বিসিবি একাদশ
আফগানিস্তান ইনিংস রান বল ৪ ৬
নওরোজ ক লিটন ব রনি ১০ ২১ ১ ০
শাহজাদ বোল্ড আলাউদ্দিন ১৭ ২৭ ৪ ০
রাহমাত ক লিটন ব শুভাশিষ ৮ ২২ ১ ০
হাসমাত বোল্ড আলাউদ্দিন ৬৯ ৯৬ ৫ ১
স্ট্যানিকজাই ক রনি ব মিরাজ ৩১ ৬৩ ৪ ০
ওশিদ ক আলাউদ্দিন ব মিরাজ ৩০ ২৪ ৪ ০
শাব্বির ক আলাউদ্দিন ব শুভাশিষ ১০ ১০ ১ ০
মিরওয়াইজ অপরাজিত ৩২ ১৯ ৩ ২
নবি ক সানজামুল ব মিরাজ ৬ ৬ ১ ০
করিম ক সানজামুল ব রনি ৬ ৯ ০ ০
দৌলত এলবি ব আলাউদ্দিন ০ ২ ০ ০
অতিরিক্ত (লেবা ৬, ও ৮) ১৪
মোট (অলআউট, ৪৯.২ ওভার) ২৩৩
উইকেট পতন : ১-৩০ (নওরোজ), ২-৩০ (শাহজাদ), ৩-৪৭ (রাহমাত), ৪-১১০ (স্ট্যানিকজাই), ৫-১৫১ (রাশিদ), ৬-১৭৮ (শাব্বির), ৭-২০৬ (হাসমাত), ৮-২১৫ (নবি), ৯-২৩৩ (করিম), ১০-২৩৩ (দৌলত)
বোলিং : আলাউদ্দিন ৮.২-২-৩২-৩, রনি ৭-২-২২-২, শুভাশিষ ৯-২-৪৪-২, মোসাদ্দেক ২-০-১২-০, সানজামুল ১০-১-৩৭-০, রাব্বি ৫-০-৩২-০, মিরাজ ৮-০-৪৮-৩
বিসিবি একাদশ ইনিংস রান বল ৪ ৬
ইমরুল ক আমির ব করিম ৮ ১২ ১ ০
বিজয় ক রশিদ ব ফারিদ ৫ ১২ ১ ০
সাব্বির ক আমির ব ফারিদ ৯ ১৪ ১ ০
মোসাদ্দেক বোল্ড নবি ৭৬ ৯৭ ৫ ৩
লিটন স্ট্যাম্প. ব নবি ৬ ১৯ ১ ০
মিরাজ রান আউট (আমির) ১৫ ২৬ ০ ০
শুভাগত ক করিম ব নবি ৩৪ ৩১ ৪ ১
আলাউদ্দিন বোল্ড রাশিদ ০ ৬ ০ ০
আল-আমিন ক আমির ব নবি ৫ ১২ ০ ০
রনি বোল্ড রাশিদ ০ ১ ০ ০
সানজামুল অপরাজিত ০ ১ ০ ০
অতিরিক্ত (লেবা ৩, ও ৪, নো ২) ৯
মোট (আলআউট, ৩৮.১ ওভার) ১৬৭
উইকেট পতন : ১-৯ (ইমরুল), ২-১৫ (বিজয়), ৩-২৩ (সাব্বির), ৪-৩৯ (লিটন), ৫-৯৫ (মিরাজ), ৬-১৫৪ (মোসাদ্দেক), ৭-১৫৬ (আলাউদ্দিন), ৮-১৬৭ (আল-আমিন), ৯-১৬৭ (শুভাগত), ১০-১৬৭ (রনি)
ফল : বিসিবি একাদশ ৬৬ রানে পরাজিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সতর্কবার্তা দিলো আফগানিস্তান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ