পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সংবাদদাতা : সা¤প্রতিক জঙ্গি কার্যক্রমের ঘটনায় পরিপ্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের নিরাপদে থাকতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীগুলো আরও হামলা চালাতে পারে, এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে দাবি করে অস্ট্রেলিয়া বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে তার নাগরিকদের আবারও ভেবে দেখার কথা বলেছে। ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটেও তাদের নাগরিকদের জনসমাগস্থল এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে। মার্কিন দূতাবাসের নিরাপত্তা বার্তায়ও প্রত্যেকে নিজের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আবারও ভেবে দেখতে বলা হয়েছে।
গতকাল শনিবার অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র বিষয়ক বিভাগের ওয়েবসাইটে সতর্কতা জারি করা হয়। গত শুক্রবার শাহজালাল বিমানবন্দরের নিকট একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলার ঘটনায় একজন নিহতের ঘটনার পর এ সতর্কতা জারি করে অস্ট্রেলিয়ান সরকার। সতর্কবার্তায় অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নতুন করে চিন্তা-ভাবনা করার পরামর্শ দেয়া হয়। বলা হয়, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি ‘আনসার্টেইন’ বা অনিশ্চিত।
এতে বলা হয়, বিমান বন্দরটির কার্যক্রম স্বাভাবিক থাকলেও, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চ নিরাপত্তা ঝুঁকি রয়েছে। যারা প্রয়োজনে বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।
সতর্ক বার্তায় আরও বলা হয়, যারা ভ্রমণ করবেন, তারা যেন প্রয়োজনীয় খোঁজ-খবর নিয়ে ভ্রমণে যান। এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা চেক করতেও ভ্রমণকারীদের পরামর্শ দেয়া হয়। বলা হয়েছে, পরিস্থিতি হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীগুলো আরও হামলা চালাতে পারে, এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বিপদ ও হামলার ঝুঁকি এড়াতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে অস্ট্রেলিয়ান নাগরিকদের নির্দেশনা দেয়া হয়।
গত শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে এক নিরাপত্তা বার্তায় বলা হয়, প্রত্যেকে নিজের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আবারও ভেবে দেখবেন। স্থানীয় অনুষ্ঠানসহ চারপাশের ব্যাপারে সতর্ক থাকবেন। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদ মাধ্যমে চোখ রাখুন। সতর্ক থাকুন এবং নিজের নিরাপত্তা বৃদ্ধির জন্য সঠিক পদক্ষেপ নিন।
এর আগেও ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ হুমকির পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও চলাচল সীমিত করতে বলা হয়েছিল।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও গত শুক্রবার নিরাপত্তা আপডেটে বলেছে, শাহজালাল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলা হলেও সেখানে কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বলা হয়েছে, এক্ষেত্রে পরামর্শের লেবেল পরিবর্তন হয়নি।
পরামর্শ দেয়া হয়েছে নিরাপত্তা ঝুঁকি নিয়ে মিডিয়া ও অন্যান্য মাধ্যমের দিকে দৃষ্টি রাখতে। তারা তাদের নাগরিকদের নজরদারি বাড়িয়ে, আগেভাগে নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করে চলাফেরা করতে পরামর্শ দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।