Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে মোটরসাইকেল চাপায় প্রাণ হারালেন নারী

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ৯:৫৬ এএম

গফরগাঁও উপজেলায় মোটরসাইকেল চাপায় গুরুত্বর আহত মোছাঃ রানোয়ারা খাতুন (৪৪) নামে এক নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের মহিলা কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার রাতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, উপজেলার সালটিয়া গ্রামের মৃত মোঃ মমিন খানের স্ত্রী রানোয়ারা খাতুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এইচএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে যান। পরীক্ষা শুরুর পর মেয়ের জন্য তিনি কেন্দ্রের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। বেলা ১১টার দিকে দ্রæতগামী একটি মোটরসাইকেল মোছাঃ রানোয়ারা খাতুনকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে চিকিৎসারত অবস্থায় রানোয়ারা মারা যান। স্থানীয় এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। রোগীর চিকিৎসা নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। স্বজন ও পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে করণীয় ঠিক করা হবে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ