বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় দুই মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়। নিহত মো. রাসেল (৩৫) হাতিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডের মৃত মো. ইব্রাহীমের ছেলে।
বুধবার দিবাগত রাতে নলচিরা টু জাহাজমারা প্রধান সড়কের হাতিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের হাজী আমিনুল হকের ছেলে মো. শরীফ (২৫), বুড়িরচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুল মোতালেবের ছেলে মো. নিজাম উদ্দিন (২৪), চরকিং ইউনিয়নের ৯নম্বর ওয়াড়র্ের আক্তার হোসেনের ছেলে সৌরভ (১৮)।
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ৬টার সময় একটি মোটরসাইকেল হাতিয়ার আফাজিয়া বাজার থেকে ওছখালী সদরের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি হাতিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় পৌঁছলে সড়কের পাশে থাকা এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ওই পথচারীর মৃত্যু হয় এবং ৩ মোটর সাইকেল আরোহী আহত হয়। পরে স্থানীরা আহদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত পথচারীকে মৃত ঘোষণা করেন। আহতের মধ্যে মো. নিজাম উদ্দিন ও সৌরভের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাতিয়া থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।