বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বতীপুরে সড়ক দূঘটনায় শাহাজাহান আলী (৭১) ও আশরাফ আলী (৩৫) ও নামে দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং দুই জন গুরতর আহত হয়েছেন। আহতরা হলেন জিয়ারুল হক (৩৬) ও মনির হোসেন (২৬)। দুর্ঘটনাটি ঘটেছে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে ভবানীপুরের দক্ষিণ শেরপুর এলাকায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে। প্রত্যক্ষ দর্শীরা জানান, ঘটনার সময় শাহাজাহান আলী বাই সাইকেল যোগে ঔষধ আনতে ভবানীপুর বাজার যাওয়ার প্রাক্কালে বিশ্বরোডে উঠলে জয়পুরহাট থেকে আসা একটি মাছের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-নঃ ১৯-৫৫৩৩) সাইকেল আরোহীকে বাচাঁতে গিয়ে চাপা দেয়। এ সময় পিকআপ এর হাইড্রোলিক ব্রেকে গোটা গাড়ি পল্ট্ িখেয়ে উল্টো দিকে ঘুরে যায়। এতে উপরের দুজন ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রান হারায় একজন। সেই সাথে চাপা খেয়ে সাইকেল আরোহী মারা যায়। ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পৌছে দেখি দুটি লাশ পড়ে আছে আর আহত দুজন পিকআপ ভ্যানের নিচে। তাড়াহুড়া করে আহতদের পার্বতীপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা এলে আইনানুগ ভাবে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে। নিহত আশরাফ আলীর বাড়ী নীলফামারী জেলার চওড়া ইউনিয়নের ভাঙ্গা মল্লি কাঞ্চন পাড়া গ্রামে তার পিতার নাম মৃত বাসুনিয়া ও মৃত শাহাজাহান আলীর বাড়ী ঘটনাস্থলের দক্ষিণ শেরপুর গ্রামে,তার পিতার নাম আব্দুস সোবহান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।