Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছবাহী পিকআপচাপায় নিহত ২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৩:১৫ পিএম

দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় মাছবাহী পিকআপভ্যানচাপায় বাইসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা ফুলবাড়ি সড়কের শেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শাহজাহান আলী (৭১) উপজেলার শেরপুর এলাকার আবদুস সোবহান ও আশরাফ আলী (৩৫) নীলফামারীর ভাঙ্গামাল্লি কাঞ্চনপাড়া এলাকার বাসুনিয়ার ছেলে।

পার্বতীপুর থানার ওসি ইমাম জাফর জানান, মাছবাহী পিকআপভ্যানটি নওগাঁ রানিবন্দর উপজেলা থেকে নীলফামারী যাচ্ছিল। পথে উপজেলা-ফুলবাড়ি সড়কের শেরপুর এলাকায় পিকআপটি এক সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়।

এ সময় পিকআপভ্যান থেকে ছিটকে পড়ে এক মাছ ব্যবসায়ীও ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয়েছে অন্তত তিনজন। তাদের পার্বতীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ