বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ জনের তালিকা তৈরি করেছে বরগুনা জেলা প্রশাসন। এদের মধ্যে বরগুনার ২৮ জন, পটুয়াখালীর ৩ জন, নরসিংদীর ৩ জন এবং ঢাকা ও নারায়ণগঞ্জের একজন করে বাসিন্দা রয়েছে।
লঞ্চ দুর্ঘটনায় বরগুনায় নিহত ও নিখোঁজদের পরিবারের চলছে শোকের মাতম। প্রিয় স্বজনদেন হারিয়ে পাগলপ্রায় নিখোঁজ ও নিহতদের স্বজনরা। এদিকে অজ্ঞাত হিসেবে দাফন করা ২৩টি মরদেহ শনাক্ত করতে দ্বিতীয় দিনেও বরগুনায় চলছে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ।
অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় পর থেকে এখনও নিখোঁজ মা রাজিয়া বেগম এবং বোন নুসরাত জাহান। দুর্ঘটনায় গুরুতর আহত আরেক বোন লামিয়া ও দাদি মমতাজ বেগম সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে। এতে পাগল প্রায় জান্নাতুল ফেরদৌসী। একই অবস্থা বরগুনার বহু পরিবারের।
এদিকে লঞ্চ দুর্ঘটনায় অজ্ঞাত ২৩ মরদেহ শনাক্তের জন্য বরগুনায় দ্বিতীয় দিনেও চলছে নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ। নমুনা সংগ্রহের প্রথম দিনে সংগ্রহ করা হয়েছে ২৭ জনের নমুনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।