মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসন্ন ২০২২ সালে অর্থাৎ আগামী বছর বিশ্ব অর্থনীতি প্রথমবারের মতো ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন এক নম্বর অর্থনীতির দেশ হবে বলে এর আগে বলা হয়েছিল। কিন্তু তাদের এ অবস্থান নিতে আরো কিছু সময় লাগবে। বৃটিশ কন্সালট্যান্সি সেবর রোববার এক নতুন রিপোর্টে এসব কথা বলেছে।
এতে বলা হয়, ২০৩০ সালে ডলারের হিসাবে বিশ্বের শীর্ষ ধনী হবে চীন। গত বছর ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল রিপোর্ট দিয়েছিল ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে চীন এক নম্বরে যাবে। কিন্তু সেবর-এর হিসাবে সেই সময় থেকে চীন আরো দু’বছর পিছিয়ে যাবে বলে তারা পূর্বাভাস দিয়েছে।
অন্যদিকে আগামী বছরে ফ্রান্সকে টপকে যাবে ভারত। এরপর ২০৩০ সালে বিশ্বের ৬ষ্ঠ অর্থনীতির দেশের মর্যাদা ফিরে পাবে বৃটেন। সেবরের ডেপুটি চেয়ারম্যান ডগলাস ম্যাকউইলিয়ামস বলেন, ২০২০এর দশকের গুরুত্বপূর্ণ ইস্যু হলো, কিভাবে বিশ্ব অর্থনীতি মুদ্রাস্ফীতি মোকাবিলা করবে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে মুদ্রাস্ফীতি শতকরা ৬.৮ ভাগে পৌঁছেছে।
এই রিপোর্ট অনুযায়ী, ২০৩৩ সালে জাপানকে অতিক্রম করবে জার্মানি। ২০৩৬ সালের মধ্যে বিশ্বের শীর্ষ দশ অর্থনীতির দেশ হবে রাশিয়া। ২০৩৪ সালে নবম স্থান দখল করবে ইন্দোনেশিয়া। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।